আবারও আলোচনায় এসেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনে জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ খান।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রণ হিসেবে কার্ডে নাম প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
কার্ডে দেখা যায়- ২৭ ফেব্রুয়ারি, জাতীয় সংসদ ভবন এলডি হল মাঠে বিএনপির বর্ধিত সভা-২০২৫ আয়োজন করা হয়েছে। বর্ধিত সভার আমন্ত্রণ কার্ডে ছবিসহ মামুনুর রশিদ খানের নাম উল্লেখ করা হয়েছে। পদ হিসেবে "প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, আসন: পাবনা-৫" উল্লেখ করা হয়েছে। এই কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফলে নতুন করে পাবনার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন পাবনার কৃতি সন্তান মামুনুর রশিদ খান। পরে এই আসনে জোটগত জামায়াতের প্রার্থীকে ছেড়ে দেয়া হয়।
তাঁর সমর্থকেরা জানান, দীর্ঘদিন ধরে তিনি সারা দেশে কৃষক দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। বিএনপির দুর্দিনে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তারেক রহমানের আস্থা অর্জন করেন। যার ফলস্বরূপ তাকে পাবনা সদর আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন তারেক রহমান। এজন্য তারেক রহমানকে পাবনাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী নির্বাচনেও পাবনাবাসী তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে চায়।
এবিষয়ে মনোনয়নপ্রাপ্ত কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ খান বলেন, মনোনয়ন পাওয়ার পরও আমি প্রকাশ করেনি কারণ মনোনয়ন পাওয়াটাই বড় ব্যাপার নয়। দল ও দেশের জন্য কাজ করাটাই বড় ব্যাপার। জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ নির্মাণ এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।