পাবনায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক নেতা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্দেশনায় পদ্মা ক্লাবের উদ্যােগে এই কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৩ জানুয়ারি ) বিকেলে এলাকায় সেচ্ছাসেবী সংগঠন পদ্মা ক্লাবের উদ্যোগে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কোমরপুর বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস মোবাইল ফোন শীতার্তদের মাঝে বক্তব্যে বলেন, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে একটু সহানুভূতির মাধ্যমে অনেক কষ্ট লাঘব করা যায়। গ্রাম্য ছিন্নমূলের মানুষের পাশে এই শীতবস্ত্র তাদের কাছে অনেক মূল্যবান । তাই সমাজের বিত্তবান মানুষদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান এবং এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।
এসময় বিএনপির নেতা সাইফুল ইসলাম সভাপতিত্বে ও জেলা যুবদলের নেতা মামুর হোসেন সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীদুল রহমান টুটুল বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম,জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, দোগাছী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম, পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম রূপম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ স্থানী বিএনপির নেতাকর্মী। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দরা।