পাবনায় বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সদর  উপজেলা দোগাছী ইউনিয়নের মানিকতলা আব্দুল সাত্তার  অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানায়   জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব আকাশ এর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় মানিকতলা আব্দুল সাত্তার  অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানার হুজুর অন্ধ হাফিজ শিবলী নোমান মুরাদ দোয়া মোনাজাত করেন।

দোয়া মাহফিলে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মহা-তামিম হাফেজ মোহাম্মদ  শাহ আলম, জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম সদস্য সহ দপ্তর এসএম আদনান উদ্দিন, পৌর বিএনপি নেতা শরিফ, টিক্কা, ইউপির সদস্য বাসার,মোরশেদ  সহ আরো অনেকেই।