আটঘরিয়ায় রক্তাক্ত জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে পাবনার আটঘরিয়া উপজেলায় রক্তাক্ত জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

একদন্ত ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা জামাতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান। আরও উপস্থিত ছিলেন জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম, আটঘরিয়া উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা নাছির উদ্দিন প্রমুখ।

গত ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে আজকে ফাইনালে গোপালপুর শহীদ মীর মুগ্ধ ক্রিকেট একাদশ বনাম ডেঙ্গার গ্রাম শহীদ ইয়ামিন ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। ম্যাচে বিজয়ী হয় ডেঙ্গার গ্রাম শহীদ ইয়ামিন ক্রিকেট একাদশ।

পরে সন্ধ্যায় মনোঙ্গ ইসলামী সাংস্কৃতিক ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।