গণঅভ্যুত্থানে নিহত পাবনা জেলার ৫ নাম-ঠিকানা প্রকাশ



জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার তথ্য বিবরণীতে বলা হয়, গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেল তাদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে।

তালিকায় পাবনা জেলার ৫ জন নিহতের নাম উল্লেখ করা হয়েছে। ৫ জনের মধ্যে ৪ জনের স্থায়ী ও অস্থায়ী ঠিকানা পাবনার উল্লেখ করা হয়েছে এবং একজনের অস্থায়ী ঠিকানা ঢাকা উল্লেখ করা হয়েছে। তবে নিহতের স্থান উল্লেখ করা হয়নি।

প্রকাশ করা নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাছের সেখের ছেলে মো. জাহাঙ্গীর, দোগাছী ইউনিয়নের চর বলরামপুরের দুলাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম, একই ইউনিয়নের বজ্রনাথপুরের আবুল কালাম আজাদের ছেলে মাহবুব হাসান নিলয়, সাঁথিয়া উপজেলার নন্দনপুরের স্বরুপ গ্রামের আব্দুল হাই আলহাদীর ছেলে জুলকার নাইন এবং সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরের ইদ্রাকপুর গ্রামের সহিদুর রহমান খানের ছেলে আব্দুল হান্নান খান।