জোর করে অথবা অবৈধভাবে নয় বৈধভাবেই খাজনা আদায় করছেন বলে দাবি করেছেন হাটের আগের ইজারাদারের দুইজন এবং বিএনপির একাংশের নেতাকর্মীরা। তাদের দাবি- বৈধ ইজারাদারের কাছ থেকে কিনে হস্তান্তরের মাধ্যমে হাটের খাজনা আদায় করা হচ্ছে কিন্তু কুচক্রি মহলে এটা নিয়ে ষড়যন্ত্র করছেন।
রবিবার (১৩ অক্টোবর) হাটচলাকালীন সময়েই পূর্বের ইজারদার আব্দুল কুদ্দুসের অংশীদার রিপন খাঁ ও জিয়াউল খান সাংবাদিকদের এসব কথা বলেন।
তাদের দাবি- আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে হাটের খাজনা আদায় ব্যহত সৃষ্টি হয়। ফলে হাটের বৈধ ইজারাদার আব্দুল কুদ্দুস গত ২২ সেপ্টেম্বর হাটের ইজারদারী বিএনপি কর্মী ওয়াসিম মেম্বারের কাছে ৮৫ লাখ টাকায় হস্তান্তর করেন। এরপর এলাকার বিএনপি নেতাকর্মীরা হাটের খাজনা আদায় করছেন। কিন্তু একটি কুচক্রি মহল বিএনপির মধ্যে সংঘাত সৃষ্টি করতে অপপ্রচার করছে। যাতে বিএনপির মধ্যে খুনাখুনি হলে তাদের সুবিধা হয়। কুদ্দুস ফকির হাটের টাকা আমাদের অংশিদারদের না দেয়ার কারণে পালিয়ে বেড়াচ্ছে।
বর্তমান হাটের ইজারাদারদের দাবি- সরকারী ডাকে বৈধভাবে দুই কোটি ৫৭ লাখ টাকা সরকারী কোষাগারে জমা দিয়ে হাটের ইজারদারী পাওয়া আওয়ামী যুবলীগের সাহাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস গত ২২ সেপ্টেম্বর হাটের ইজারদারী বিএনপি কর্মী মো. ওয়াসিম আলী ওরফে ওয়াসিম মেম্বারের নিকট ৮৫ লাখ টাকায় হস্তান্তর করেছে। যার কাগজপত্রও রয়েছে।