পাবনা পৌরসভা নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম।
নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেয়া স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘পাবনায় আওয়ামী লীগের নাম করে যারা নৌকা ডোবাতে চায় তাদের পরিণতি হবে ভয়াবহ।’
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে পাবনার আতাইকুলায় হেলিকপটার থেকে নামার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন।
শেখ ফজলে ফাহিম বলেন, ‘আগামী ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জেলা যুবলীগ আহবায়ক আলী মতুর্জা বিশ্বাস সনিকে বিজয়ী করে প্রমাণ করতে হবে তারা নৌকাকে ভালবাসেন। ’
এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাবনা চেম্বারের সহ-সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, পাবনা চেম্বারের পরিচালক ও এফবিসিসিআই জেনারেল বডি মেম্বর এবিএম ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আগামী ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করতে পাবনা আসেন। শেখ ফজলে ফাহিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল করিম সেলিমের ছেলে।