৮ মাসের মধ্যে আজ দেশে সর্বনিম্ন করোনা শনাক্ত

নতুন বছরের দ্বিতীয় দিনে দেশে করনা ভাইরাসের আক্রান্তের সংখ্যায় আপাতত স্বস্তি ফিরেছে। গত 24 ঘন্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে আরো ৬৪৮ জনের শরীরে। যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন।

এ নিয়ে বাংলাদেশ মরণঘাতি এই করোনাভাইরাস এ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জন।

শনিবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

গত 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন ফলে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৫৯৯ জন। আর সুস্থ হয়েছে ৯৬৬ জন, ফলে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪লাখ ৫৯ হাজার ৬২০ জন

গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫০৯টি। আর এন্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭০১ টি।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ