৮৮ হাজার কোটি টাকা উধাও!

শেষ হয়েছে ২০১৯-২০ অর্থবছর। এই প্রায় অর্থবছর জুড়েই অশান্ত ছিল শেয়ারবাজার। দেশের শেয়ারবাজারের ২০১৯-২০ অর্থবছরে জন্য এক বড় ধাক্কা লেগেছে। এই অর্থবছরের  প্রায় ৮৮ হাজার কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা।

সদ্য সমাপ্ত শেষ হওয়া অর্থবছর তথ্য পর্যালোচনা করে এতথ্য দেখা গেছে।

এতে দেখা গেছে, ২০১৯-২০ অর্থবছরে শেয়ারবাজারে লেনদেন শুরুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল তিন লাখ ৯৯ হাজার ৮১৬ কোটি টাকা। অর্থবছর শেষে তা নেমে এসেছে তিন লাখ ১১ হাজার ৯৬৭ কোটি টাকায়। অর্থাৎ বাজারে মূলধন কমেছে ৮৭ হাজার ৮৪৯ কোটি টাকা।

বাজার মূলধন কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম ওই পরিমাণ কমেছে। সে হিসাবে ২০১৯-২০ অর্থবছরে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম কমেছে ৮৭ হাজার ৮৪৯ কোটি টাকা। অর্থাৎ এ পরিমাণ অর্থ হারিয়েছেন বিনিয়োগকারীরা।

শীর্ষ মহলে বার বার প্রতিশ্রুতি ও উদ্যােগেও শেয়ারবাজারে স্বস্তি ফিরছে না। ইতোমধ্যে এই খাতকে রক্ষা করতে সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপও নেয়া হয়েছে। এরপরও বাজার পরিস্থিতি ভালো হয়নি। উল্টো অর্থবছরের শেষ প্রান্তিকে ত্রাস সৃষ্টি করা মহামারি করোনার কারণে বাজারের পতন আরও বেড়েছে। স্বাভাবিকভাবেই এমন অর্থবছর ভুলতে চাইবেন বিনিয়োগকারীরা।

দিনের পর দিন পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশও করেছেন। এমনকি দেশের শেয়ারবাজারের ইতিহাসে প্রথমবারের মতো প্রতীকী গণঅনশনও করেছেন তারা ২০১৯-২০ অর্থবছরে। তাতেও তারা আশার আলো দেখেননি।

ব্রেকিংনিউজ/ এসএ

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ