মাত্র ৬০ টাকায় বিরিয়ানি – এমন প্রচার-প্রচারণা চালিয়ে নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ উঠেছে পাবনার রাজমহল ফুড কোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের বিরুদ্ধে!
শহরের ট্রাফিক মোড় সংলগ্ন লতিফ টাওয়ারে অবস্থিত আলোচিত এই রেস্টুরেন্টের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
একাধিক ক্রেতার অভিযোগ, মাইকে প্রচারণা চালানো হয় মাত্র ৬০ টাকায় বিরিয়ানি বিক্রি করা হবে। কিন্তু এখানে বিরিয়ানির ছিটে ফোটাও নেই। একটা ছোট প্যাকেটে অল্প পরিমাণে পোলাও ভাত, খুব ছোট এক টুকরো বয়লার মুরগির মাংস সরবরাহ করা হচ্ছে। এর সঙ্গে একটা মরিচ ও এক টুকরো শসা ছাড়া আর কিছুই নেই। সেখানে বসে খাওয়ার জন্য চেয়ার-টেবিল ছাড়া পানি বা প্রলেপ কিছুই নেই। বিরিয়ানি হিসেবে প্রচারণা চালিয়ে এটা খুবই বেমানান। এটা গ্রাহকদের সঙ্গে ছলচাতুরি, প্রতারণা।
তারা বলেন, একটা সাধারণ হোটেল গেলেও ৬০ টাকায় এর চেয়ে ভালো খাবার পাওয়া যাবে। কিন্তু এখানে তো ‘দারুণ অফার’, ‘সুবর্ণ সুযোগ’, ‘সুখবর সুখবর’ বলে প্রচারণা চালানো হয়েছে। তাই অসম্ভব হলেও আমরা ধরেই নিয়েছি যে, তাদের রেস্টুরেন্টের প্রচার-প্রচারণার স্বার্থে সীমিত সময়ের জন্য তারা এই আয়োজন করেছে।
যদি সাধারণ দামে সাধারণ খাবারই সরবরাহ করা হবে তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে অবাস্তব মিথ্যা প্রচারণা চালানো এক ধরনের অন্যায়। মানুষের আশা ভঙ্গ করা এমন প্রতারণার শাস্তি দাবি করেন তারা।
বন্ধুদের সঙ্গে নিয়ে পাবনার লাইব্রেরি বাজার এলাকা থেকে আসা রাতুল রেজা পাবনা বার্তা ২৪ ডটকমকে বলেন, তাদের প্রচারণা আমাদেরকেও আকর্ষিত করেছে। কিন্তু এখানে এসে হতাশ হয়েছি। এমন খাবার দেয়া হবে জানলে তো আর এত দূর আসতাম না, আমাদের ওখানে অনেক সাধারণ হোটেল রয়েছে। তাতে ৬০ টাকায় এর চেয়ে ভালো খাবার পাওয়া যেত।
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী শামীম, ফয়জুল, রেফাউর, মুক্তার ও হিমেল পাবনা বার্তা ২৪ ডটকমকে বলেন, বিরিয়ানি খাবো বলে মেসের রান্না বন্ধ করে আমরা এসেছিলাম। কিন্তু এমন বিরিয়ানি হবে জানলে আসতাম না। এই টাকায় মেসে আয়োজন করলে এরচেয়ে অনেক ভালোমানের বিরিয়ানি খেতে পারতাম।
মানুষকে আশা দিয়ে এমন ছলচাতুরির বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এবিষয়ে যোগাযোগ করা হলে রাজমহল ফুড কোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের হেড অব অপারেশন (ম্যানেজার) হাবিবুল্লাহ শামীম পাবনা বার্তা ২৪ ডটকমকে বলেন, যে কেউ অভিযোগ দিতে পারেন এটা তার ব্যক্তি স্বাধীনতা। মেনি টাইম মেনি পিপল, যেখানে পজেটিভ থাকে, সেখানে নেগেটিভও থাকে। আমাদের কাছে এই ধরনের কমপ্লেন কেউ করেন নাই। তবে ফেসবুকে যেকেউ নানা কমেন্টস করতে পারেন। আমরা অভিযোগের বিষয়ে ভেবে দেখবো।
উল্লেখ্য, পাবনার আটঘরিয়ার টেবুনিয়ার শেঠ বিরিয়ানি হাউজের ৬৫ টাকার বিরিয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে প্রতিদিন ভোজনবিলাসীদের উপচেপড়া ভিড় লেগে যায়। সেখানে মানুষের এমন ঢলের পরই রাজমহল ফুড কোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এমন আয়োজন করে।