করোনা ভাইরাস সংক্রামণের কারণে পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রায় ৫‘শ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।
গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার গয়েশপুর শহীদ স্বরণীকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেঘে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুতাহার হোসেন মুতাইসহ অন্যান্য ব্যক্তি বর্গ। খাদ্য সামগ্রী বিতরণ কালে এমপি প্রিন্স বলেন সরকারের নির্দেশনায় এসকল খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত থাকবে।