পাবনার সদর উপজেলার দোগাছী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য বকুল শেখ হ-ত্যার প্রধান আসামি মখলেছসহ ৫ আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র্যাব।
রবিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা জেলার সাভারের আমবাগান এলাকায় অভিযান তাদের গ্রেফতার করে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন- ১নং আসামি পাবনা শহরতলীর অনন্ত নিকারীপাড়ার মৃত মাখন নিকারীর ছেলে মখলেছ (৬৪), মখলেছের চার ছেলে ডালিম (৪০), আলিম (৩৭), রুবেল (৩৫) ও আদেশ (৩০)। এরা সবাই বকুল শেখ হত্যা মামলার এজহারভুক্ত আসামি।
সোমবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে ঢাকার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল, ৬টি সীম কার্ড ও নগদ ৫০ হাজার ৯১৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, বকুল মেম্বারের সাথে তাদের দীর্ঘদিন যাবত স্থানীয় অনন্ত মোড়ের সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোবাইকের স্ট্যান্ডের দখল নেয়া নিয়ে বিরোধ ছিল। এর জেরেই ইউপি সদস্য বকুল মেম্বারকে হত্যা করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিদেরকে পাবনা সদর থানা হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে র্যাব জানায়।