পাবনার বেড়া উপজেলার রাজনারায়নপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে স্কুলটি বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) স্কুলটি বন্ধ করে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে স্কুলের বাকি শিক্ষকদের নির্দেশ দিয়েছে বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
এসব তথ্য নিশ্চিত করে বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন বলেন, ‘গত সপ্তাহে শামিমা আক্তারের করোনা শনাক্ত হয়। পরে স্কুলের আরও ৭ জন শিক্ষকের নমুনা পরীক্ষা করা হলে, ২ জনের করোনা শনাক্ত হয়।’
তিনি জানান, শিক্ষার্থীদের কারো শরীরে করোনার উপসর্গ না পাওয়া গেলে, শিগগির স্কুল চালু করা হবে।
করোনা আক্রান্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা আক্তার (৩২), মহব্বত আলী (৩৫) ও ইফফাত আরা (৩৮) বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।