২৫ যাত্রী নিয়ে বাস খালে, ২১ যাত্রাই নিখোঁ‘জ

সুনামগঞ্জের নীলপুল বাজার এলাকায় ২৫ যাত্রী নিয়ে বাস খালে, নিখোঁজ ২১ জন; উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিল। এদের মধ্যে চারজন সাঁতরে উঠতে পারলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।

উদ্ধার কর্মীরা জানায়, করোনা কারনে বাসটি গেটলক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেনি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়ার কথা রয়েছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ