২৪ ঘণ্টায় পাবনায় শনাক্ত প্রায় অর্ধশত

গতকালের চেয়ে আজকে পাবনায় করোনা ভাইরাসের রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪৪ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩৯। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২০৯ জনে।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দেয়া বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

নতুন করে গত ২৪ ঘন্টায় পাবনায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কোন সংবাদ পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত করোনা ভাইরাসে পাবনায় মোট মৃত্যুর সংখ্যা ১২ জন।

গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১৭ জন।  ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৩৭ জন। এখনো হাসপাতাল ও বাসাতে চিকিৎসাধীন রয়েছেন ৩৭২ জন।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগীর শনাক্ত হলেও পাবনা জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৯ মে। জেলার চাটমোহর উপজেলার নারায়ণগঞ্জ ফেরত এক শ্রমিকের শরীরের প্রথম এই ভাইরাস শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগে করোনা ভাইরাসে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে দুইজন, বগুড়ায় তিনজন, সিরাজগঞ্জে দুইজন ও নাটোরে একজন মারা গেছেন। এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন ১৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৩৯৮ জন। এদের মধ্যে ২৬ হাজার ২৪৯ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪৪৪ জন কোভিড-১৯ রোগী। বাকীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ