আমাদের দেশের প্রেক্ষাপটে সাত বছর বয়সী একটি মেয়ে বড়জোর প্রথম বা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তবে মাইমুনা আর মাহদিয়ার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এখনো তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরুই হয়নি, কিন্তু এই বয়সেই তারা পবিত্র কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে।
জমজ মেধাবী এই দুই বোন রাজধানী ঢাকার বারিধারা মাদ্রাসার হেফজ বিভাগের প্রধানের কন্যা।
তাদের বয়স মাত্র 7 বছর পেরিয়েছে। এই বয়সে মাত্র 15 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন। সাত বছর 15 মাস বয়সী এই দুই জমজ বোন তাদের সুখ কন্ঠে কোরআন তেলাওয়াত সবাইকে মুগ্ধ করেছে।
উপস্থিত আলেমদের সামনে কোরআনে কারিমের এক নম্বর পাড়ার 20 নম্বর পৃষ্ঠা শুনিয়েছে এই দুই জমজ কন্যা। কোরআনের হাফেজ মাইমুনা ও মাদি আর্পিতা হাফেজ নুরুল আমিন জানিয়েছেন, বাসা থেকেই তারা পবিত্র কুরআন মুখস্থ করেছে।
তবে তিনি জানান এই দুই কন্যার কৃতিত্ব ওদের মায়ের। তিনি অবশ্য হাফেজ নন, আলেম। হেবজুর শুরুর দিকে আধা পৃষ্ঠা করে মুখস্ত করত, পরে ধীরে ধীরে মুখস্তের পরিমাণ বাড়াতে থাকে, শেষের দিকে দৈনিক 5 পৃষ্ঠা মুখস্ত শুনিয়েছে।