নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
জানা গেছে, বৈঠকে নয়াপল্টনে পুলিশের অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে নেতারা কথা বলেন। বৈঠক শেষে স্থায়ী কমিটির এক সদস্য জানান, ১০ ডিসেম্বরের কর্মসূচি এখনো বহাল রয়েছে। জোট ও শরীকদের সঙ্গেও এ বিষয়ে কথা বলবে বিএনপি।
তবে বৃহস্পতিবার বিকেল ৩টায় গুলশানে হোটেল লেকশোরে শরীকদের নিয়ে যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল তা স্থগিত করা হয় বলে বিএনপির ওই নেতা জানান।
রাতে স্থায়ী কমিটির বৈঠক বসে। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে অংশ নেন।
দলের নেতারা জানান, ১০ ডিসেম্বরের সমাবেশ করতে অনড় অবস্থানে রয়েছে বিএনপি। তারা আরও জানান, শনিবারের সমাবেশ বানচাল করার উদ্দেশ্যেই বুধবারের হামলা। তবে সমাবেশের স্থান নিয়ে নয়া পল্টনের বিকল্প চেয়ে আবারও আহ্বান জানাবেন বিএনপির মহাসচিব। শেষ পর্যন্ত তৃতীয় গ্রহণযোগ্য কোনও ভেন্যু যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে নয়া পল্টনেই সমাবেশ করবে বিএনপি বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। এতে যদি প্রশাসন বাধা দেয়, সেক্ষেত্রে বুধবারের মতোই পরিস্থিতি সৃষ্টি হতে পারে—এমন সম্ভাবনার কথাও জানান একাধিক সিনিয়র নেতা।