পাবনায় আরেকটি আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৪ নারীসহ আটক ৮

পাবনা শহরের আরেকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় হোটেলটিতে অনৈতিক কাজের সময় হোটেল ম্যানেজারসহ ৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ।

রবিবার (৩১ জুলাই) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকার বলাকা আবাসিক হোটেল এই অভিযান চালানো হয়। আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেনি ডিবি। তবে আটককৃতরা সবাই এই পেশায় পেশাদার।

বিষয়টি পাবনা বার্তা ২৪ ডটকমকে নিশ্চিত করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণ পাশের মহাসড়ক সংলগ্ন বলাকা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়েছে। এসময় অনৈতিক কাজের সময় হোটেল ম্যানেজার ৮ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককতদের পাবনা সদর থানায় নেয়া হযেছে। সেখানে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করে কারাগারে পাঠানো হবে। সামাজিক অবক্ষয় ও অনৈতিক কর্মকাণ্ডে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এর আগেও আলোচিত এই হোটেলের একাধিকবার অভিযান চালানো হয়েছে। অভিযানের কয়েক দিনের মধ্যেই আবারও হোটেলটি চালু হয়ে যায়। এছাড়াও একই এলাকায় আরও একাধিক হোটেলে একই কর্মকাণ্ড চলে বলেও জানান স্থানীয়রা।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ