পাবনার হাসান জাফির তুহিন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি

বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পাবনার কৃতিসন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষক দলের এ কমিটি অনুমোদনের পর সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাবনা জেলা বিএনপির সাবেক এই নেতা এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে গঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সুজানগরের সন্তান তুহিন ২০১৮ সালে পাবনা-১ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার ছোট ভাই ডা. আহমেদ মোস্তফা নোমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও পাবনা পৌর বিএনপির সদস্য সচিব।

ঘোষিত আংশিক কমিটি
আংশিক এই কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে শহীদুল ইসলাম বাবুলকে। কমিটির অন্য পদগুলোতে রয়েছেন- সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, সহ-সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ুব, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এমপি ও দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ