হঠাৎ পাবনায় সংক্রমণের হার বেড়ে দ্বিগুণের বেশি!

হঠাৎ পাবনায় বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪১২ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

সোমবার (২৮ জুন) বিকেলে পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী গণমাধ্যমকে এ তখ্য জানান। 

সিভিল সার্জন জানান, এ সময়ে সংক্রমণের হার ২২ দশমিক ৩১ শতাংশ। গত সাত দিনে সংক্রমণের হার ছিল ১০ দশমিক ৭৫ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মারা গেছে ২৩ জন।

সিভিল সার্জন আরও বলেন, জেলা সদরসহ অন্যান্য উপজেলা হাসপাতালে করোনা কোভিড-১৯ রোগী ভর্তি আছে ২২ জন।

এর মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে ৯ জন, বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, চাটমোহরে ২ জন, ভাঙ্গুড়ায় ১, ফরিদপুরে ১ এবং সাঁথিয়া উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্সে ২ জন রয়েছেন।  

সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভি শনাক্ত হয়েছে ৪ হাজার ২২৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন। আর গত এক সপ্তাহে সুস্থ হয়েছে ১৪৬ জন। জেলায় সুস্থতার হার ৮৩ দশমিক ২৭ শতাংশ

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ