স্মার্টফোন কিনে না দেয়ায় মায়ের প্রতি অভিমান করে পাবনা সদর উপজেলায় রিমন (১৪ ) নামের এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চর কাতরার গুচ্ছগ্রামে এঘটনা ঘটে।
মৃত রিমন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ী গ্রামের কেরাতপাড়ার খাদেমুল মৃধার ছেলে। বাবা-মায়ের বিচ্ছেদের পর গুচ্ছগ্রামে নানির বাড়িতে মায়ের সঙ্গে থাকতো। মা পাবনা বিসিকের শ্রমিক।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে মায়ের কাছ থেকে স্মার্টফোন কিনে চাচ্ছিল। দরিদ্র মা কিছুদিন সময় চেয়েছিলেন। সেই অভিমানে শুক্রবার বিকেল ৫টার দিকে নিজ ঘরের ডাবের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন।
বিষয়টি পাবনা বার্তা ২৪ ডটকমকে নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।