সম্প্রতি নানা বিতর্কে জড়িয়ে আলোচিত আব্দুল কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি সেখানে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী ছিলেন। প্রায় ৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম দেওয়া ঘোষণা অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে তার নিকটতম বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট। জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মোশাররফ হোসাইন ১ হাজার ৪৫১ ভোট পেয়েছেন।
আলোচিত এই কাদের মির্জা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। নির্বাচনে প্রার্থী হয়ে বিভিন্ন পথ ও কর্মী সভায় তার দলের কেন্দ্রীয় জেলার আধা ডজন নেতাদের তীব্র সমালোচনা করে আলোচনায় উঠে আসেন তিনি।
তাকে হারানোর জন্য ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ ছিল তার। ফলে সারা দেশের দৃষ্টি এখন সাড়ে ছয় বর্গ কিলোমিটার আয়োতনের প্রথম শ্রেণির পৌরসভা বসুরহাটের দিকে।