বছরের প্রথম দিনেই ধামাকা সুখবর দিলেন সাকিব

নতুন বছরের প্রথম দিনেই বড় ধরনের সুখবর দিলেন দুই সন্তানের বাবা বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন গোটা বিশ্বের এই ক্রিকেট তারকা।

শুক্রবার (১ জানুয়ারি) সাকিবের ভেরিফাইড ফেসবুক পেইজে আপলোড করা ছবিটি এ কথাই বলছে।

নতুন বছরের প্রথম দিনেই ভক্তদের উদ্দেশ্যে খুশির খবর দিয়ে সাকিব লেখেন, ‘নতুন বছর, নতুন সূচনা, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

এই সংবাদ ফেসবুকে জানানোর পর এই অভিনন্দনের জোয়ারে ভাসছেন তিনি। তাছাড়া নিজের ইনস্টাগ্রামেও সাকিব শেয়ার করেছেন এই ছবি।

সাকিবের একজন ঘনিষ্ঠ ব্যক্তি গণমাধ্যমকে জানান, যেহেতু তার ফেসবুক পেইজ ও ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই ছবি শেয়ার করেছেন তখন এ খবরটি মিথ্যা ব গুজব হওয়ার কথা নয়।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ