প্রায় হাজার বছরের হযরত উসমান (রা) আমলে পাথরের উপর লেখা কুরআনের শিলালিপি আবিষ্কার করা হয়েছে।
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর আল-মাআলাত নামের একটি কবরস্থানের প্রকল্পের কাজের খননের সময় এই অনুলিপি গুলো সন্ধান পাওয়া যায়।
পরে সেগুলো উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে।
প্রকল্পের খননের সময় একাধিক পাথরের উপর হাতের লেখা পবিত্র কুরআনের অনুলিপি দেখতে পান ওই প্রকল্পের ঠিকাদার।
পরে সেখানে আরও খনন করে বেশ কয়েকটি পাথরের শিলালিপি উদ্ধার করা হয় এসব পাথরের মধ্যে একটি পাথর হযরত ওসমানের (র.) শাসনামলের অর্থাৎ হিজরী ৬৫৫ সালের দিকের। ধারণা করা হচ্ছে সেগুলো সেই সময়ে সাহাবীদের লেখা।
পরে সেগুলো সুন্দরভাবে মক্কা নগরীর কর্মকর্তা মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল-কওইয়াস এবং নগরীর পর্যটন উন্নয়ন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল হিশাম বিন মাদানীর কাছে হস্তান্তর করা হয়।