সংবাদদাতাঃ মানবতার সেবায় সবাইকে একফ্রেমে আব্দ্ধ করার প্রত্যয়ে জিডিএস (গ্রেটার ধানুয়াঘাটা সোসাইটি) এর উদ্যোগে এক মিলনমেলার আয়োজন করা হয়।
গত শুক্রবার(১৭ সেপ্টেম্বর) গুলশানের দ্য ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে গুণীজনদের সরব উপস্থিতি এবং প্রানবন্ত আড্ডায় মেতে ওঠেন সবাই।
এছাড়া করোনায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয় নারায়নগঞ্জের ‘টিম মোস্তফা’র প্রধান সমন্বয়ক জনাব মোস্তফা হোসেন চৌধুরীকে এবং ঈড়হহবপঃরহম চবড়ঢ়ষব’ এর প্রধান সমন্বয়ক জনাব আহমেদ জাভেদ জামাল কে। মানুষের সেবায় জিডিএস এর কর্মকান্ড এবং সাহসী পদক্ষেপের বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত সুধীজনেরা।
মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে এবং সুমন নূরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- মেজর জেনারেল (অব:) ড. ফসিউর রহমান, সাবেক ডিজি, প্রতিরক্ষা চিকিৎসা মন্ত্রনালয়; মোঃ মোজাম্মেল হক বিপিএম, অধিনায়ক, র্যাব-৪; মোহাম্মদ এনামুল হক, সভাপতি, দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাব লিঃ; প্রকৌশলী ওসমান গনি, কনসালটেন্ট, বিদেশী সাহায্যপুষ্ট প্রতিষ্ঠান; ডাঃ এম এ ওয়াহাব খাঁন, পরিচালক, ইসলাম গ্রুপ; প্রকৌশলী লিয়াকত আলী, তত্বাবধায়ক প্রকৌশলী, সেতু বিভাগ; প্রকৌশলী মোঃ আব্দুল আলিম, ব্যবস্থাপনা পরিচালক, রিংটেক কমিউনিকেশন্স লিঃ; মোস্তফা হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য, নারায়নগঞ্জ; আবু জাফর, সমন্বয়ক, ব্রাক, গাজীপুর; ড. জহির বিশ্বাস, ডিন, কানাডিয়ান ইউনিভার্সিটি, ঢাকা; নন্দিনী লুইজা, প্রকাশক, বর্ণ প্রকাশ; লায়ন শামসুল আলম, প্রকাশক, মুক্ত আকাশ; নুরে আলম মাহাদী, পরিচালক, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি; নাসির উদ্দিন, যুগ্ম পরিচালক, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ইকবাল হোসেন ভূইয়া, ব্যবস্থাপনা পরিচালক, ইকবাল ট্রেডিং কর্পোরেশন; রেজাইল করিম, ব্যবস্থাপনা পরিচালক, অরনেট ফ্যাশন ব্লাইন্ড; ইয়াছিন আলী, সহ-উপ পুলিশ পরিদর্শক, আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী; কেএম মুনসুর, ব্যবসায়ী; প্রকৌশলী মোঃ রকিবুল ইসলাম, সাধারন সম্পাদক, জিডিএস; প্রকৌশলী জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক সম্পাদক, জিডিএস; কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী আব্দুর রউফ, প্রকৌশলী মোফাজ্জল হোসেন, আলমগীর হোসেন, প্রকৌশলী সিরাজুল ইসলামসহ আরও অনেকে। দর্শকদের জন্য লটারী, বিভিন্ন খেলা, গানের প্রতিযোগীতায় অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায়। নৈশ ভোজের পর সমাপ্তি ঘোষণা করা হয়।