দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় ৮ মার্চ। সেই হিসেবে আজ আক্রান্তের ৮৬তম দিন। এদিন দেশে মরণঘাতি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেলে ৫০ হাজার তথা অর্ধলক্ষ। সেই সঙ্গে একদিনের আক্রান্তের রেকর্ড ভেঙে গেছে।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১২৭০৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নমুনা পরীক্ষা করে আরও ২ হাজার ৯১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৪৪৫ জন।
এছাড়াও মৃতু্তেও প্রায় সর্বোচ্চের কাছাকাছি। দেশে একদিনের সর্বোচ্চ মৃত্যু ৪০ জন আর গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ৩৭ প্রাণ। ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০৯ জনে।
করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (২ জুন) দুপুরে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এতথ্য জানানো হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে সংযুক্ত হয়ে এ স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১১ হাজার ১২০ জন।