প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে অংশ নিয়েছে সাকলাইন মোস্তফা সাজিদ।
সাকলাইন মোস্তফা সাজিদ এবারের টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ দাবাড়ু । বয়স ১০। এসেছেন পাবনা জেলা থেকে।
পাবনার ফরিদপুর থানার বনওয়ারী নগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সে। ঢাকায় মায়ের হাত ধরে খেলতে এসেছে। দাবা খেলাটা তার কাছে সবচেয়ে বড় বিনোদন।
মা আসিফিয়া সুলতানা শিরিন জানালেন ছোট বয়স থেকে দাবার প্রতি আগ্রহ সাজিদের। পাবনায় ফরিদপুর থানার সাভার গ্রামে আমাদের বাসা।
পাবনা থেকে বাবা আবুল কালাম বাবুল জানালেন, ‘আমার ছেলে প্রকৃতিপ্রদত্ত দাবাড়ু। দাবা ভালো খেলে বলে ফেডারেশন থেকে একটা ল্যাপটপ দিয়েছে আমার ছেলেকে। সেটা দিয়েই সাজিদ খেলা শিখছে।’
দাবা ফেডারেশন ঢাকায় হোটেলে খেলোয়াড়দের থাকার ব্যবস্থাও করেছে। সেখানে থাকছে মা-ছেলে।
সাজিদ দাবার ঘুঁটিতে ধ্যানমগ্ন। আর দূরে অভিভাবকদের চেয়ারে বসে মা শিরিন ছেলের সাফল্যের প্রত্যাশায় ধ্যানমগ্ন।