রেজা নাবিল
ঘড়ির কাটা যখন ৫টার দাগে গড়িয়েছে ঠিক তখনি শাটারের ঝনঝনে আওয়াজ তুলে সরকারি নির্দেশনা মেনে দোকানীরা- তাদের দিনকার ব্যবসা গুটিয়ে ফেলছেন। কেবল ফার্মেসী ব্যতীত সকল দোকানীরাই মানছেন এমন নিয়ম। ফলে করোনা বিষয়ক শৃঙ্খলা ফিরেছে গ্রামের হাটের পরিবেশে, কমছে লোক জমায়েত। এমন চিত্র পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর আশুতোষ পুর গ্রামের হাটে।
জানা যায়, চর আশুতোষ হাট কমিটি সরকারি বিধিকে শ্রদ্ধা জানিয়ে ও নিজেদের সুস্থ্যতা বিচারে এবং প্রশাসনের কড়া তদারকিতে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
এব্যাপারে উল্লেখ্য হাট কমিটির সেক্রেটারি দেওয়ান মোঃ বিপ্লব জানান, আমাদের সকল দোকানদার বা ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি সরকারি বিধি সকলের মানতে হবে এবং নির্দেশিত সময়ে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। এতে নিজেদেরসহ অন্যদেরও স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমবে।
এছাড়া পাবনা প্রশাসনের কড়া নজদারির ফলেই উল্লেখ্য এ গ্রামসহ পাবনায় শৃঙ্খলা বজায় রয়েছে বলে জানান পাবনার সচেতনমহল। এক্ষেত্রে তারা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের এমন দক্ষ নজদারির ব্যাপারে তারা প্রশংসা জ্ঞাপন করেন।