পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনিকে বিজয়ী করতে তার সমর্থনে মাঠে নেমেছে পাবনার ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে সর্বস্তরের ব্যবসায়ীদের এক সভায় চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনিকে মেয়র পদে নির্বাচিত করতে সবাত্মক সমর্থন দিয়েছে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি।
পাবনা চেম্বার সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে চেম্বার মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা সনি বিশ্বাসকে সমর্থন জানানো হয়।
পরে নৌকা প্রতীকের প্রার্থী সনি বিশ্বাসের পক্ষে ও তাকে সাথে নিয়ে চেম্বার সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর নেতৃত্বে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ শহরের আব্দুল হামিদ সড়ক, বড় বাজার, বেনিয়াপট্টি, হাজী মোহাম্মদ মহসিন রোড, নিউ মার্কেট, দই বাজারসহ বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, হোটেল রেস্তোরা, স্থানীয় বাসিন্দাদের নিকট নৌকা প্রতীকের ভোট প্রার্থনা এবং গণসংযোগ করেন।
এ সময় পাবনা চেম্বারের সহ-সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, পরিচালক জাহাঙ্গীর হোসেন, জাহিদ হোসেন জামিম, রুহুল আমীন বিশ্বাস রানা, এইচএম রেজাউন জুয়েল, মোহাম্মদ আলী, মিরাজুল আলম রুবেল, উত্তম কুমার কুন্ডুৃ, আবুল হুসাইন খান রিপন, ইলেক্ট্রনিকস ব্যবসায়ী সমিতির সভাপতি ও চেম্বারের পরিচালক মাসুদুর রহমান মিন্টু, জেলা লৌহ ব্যবসায়ী সমিতির সভাপতি আসলাম হোসেন, পরিবেশক সমিতি ইফতেখারুল আলম মুন্না, তেল মিল মালিক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর, এ আর কর্নার মার্কেট সমিতির সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাবনা চেম্বার সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী বলেন, পৌরবাসীর সার্বিক উন্নয়নে একজন যোগ্য পৌর পিতা প্রয়োজন। সার্বিক দিক বিশ্লেষণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আমরা ব্যবসায়ী সংগঠন ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছি। আমরা আশাবাদী পাবনা পৌর এলাকার সচেতন ভোটাররা আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের যোগ্য প্রার্থীকেই তাদের মূল্যবান ভোটে বিজয়ী করবেন।