শুধু আমাকে ফোন করবেন আমি সমস্যা সমাধানের চেষ্টা করবো: পাবনার এসপি

যেকোন অপরাধ, মাদক, আইন অমান্যকারী কাজ হলে ফোন করলেই সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন পাবনায় সদ্য যোগ দেয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

যোগদানের পরদিন শনিবার (২ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে একথা জানান। এসময় পাবনায় কর্মরত স্থানীয়, জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক টিভি চ্যানেল ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা এসময় উপস্থিত ছিলেন।

পাবনা জেলা পুলিশের অভিভাবক জেলার আইন শৃঙ্খলা রক্ষার বিশেষ দায়িত্ব পালনকারী তরুণ, মেধাবী ও অভিজ্ঞ এই পুলিশ কর্মকর্তা কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন। আর দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পাবনা জেলা পুলিশের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন সদ্য বিদায়ী পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (বিপিএম পিপিএম)। উপস্থিত গণমাধ্যম কর্মীদের পরিচয় পর্বের পরে পুলিশ সুপার নিজের পরিচয় ও কাজের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য গলমাধ্যম কর্মী ভাইদের কাছে সহযোগিতা চান।

মহিবুল ইসলাম খান বলেন, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতার পাশাপাশি সবচাইতে বেশি সহযোগিতা প্রত্যাশা করি সাংবাদিক ভাইদের কাছে। যেকোন সময়ে যেকোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। শুধু আমাকে যেকোন অপরাধ, মাদক, আইন অমান্যকারী কাজ হলে ফোন করবেন আমি চেষ্টা করবো সমস্যা সমাধানের।

তিনি আরও জানান, গণমাধ্যম কর্মীদের তথ্য সরবরাহসহ যেকোন তথ্য প্রাপ্তির জন্য জেলা পুলিশের আলাদা সেল গঠন করা হবে। আমার অপেক্ষায় থাকতে হবে না, আমি কাজের গতি তথ্য প্রাপ্তির জন্য সকল ধরনের ব্যবস্থা করে দিবো।

সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, প্রবীন সাংবাদিক আব্দুল হামিদ খান, একুশের টিভির রাজিউল রহমান রুমী, পাবনা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহীদুর রহমান, সিনসার সম্পাদক মাহাবুব ইসলাম, প্রথম আলোর সেরোয়ার উল্লাস, এসএটিভির কলিট তালুকদার, একাত্তর টিভির মুস্তাফিজ রাসেল, বিবৃতি ও পাবনা বার্তা ২৪ ডটকমের পাভেল মৃধা, এটিএন নিউজের রিজভী জয়, ডিবিসি নিউজের পার্থ হাসান প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদসহ জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ