শিবলী ও তোতা তাদের কর্মের মধ্যে চীরদিন বেঁচে থাকবেন: স্মরণসভায় বক্তারা

 বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য শফিকুল ইসলাম শিবলী এবং প্রয়াত সেরাজুল ইসলাম তোতা তাদের কর্মের মাধ্যমেই মানুষের মধ্যে চীরদিন বেঁচে থাকবেন। তাদের মত কৃতিমান সাংবাদিকের এখন বড়ই অভাব। পেশাদারিত্ব এবং মানুষের কল্যাণে তিনি তারা সাংবাদিকতাকে নিয়োজিত করেছিলেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য শফিকুল ইসলাম শিবলী এবং প্রয়াত সদস্য সেরাজুল ইসলাম তোতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন। 

পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। স্মরণসভায় মুল বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের প্রয়াত সদস্য শফিকুল ইসলাম শিবলীর সহধর্মিনী মুন্নী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের সহকারী সাধারণ সম্পাদক তপু আহমেদ, পাবনা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা প্রেসক্লাব সদস্য আব্দুল জব্বার, আলহাজ রাজিউর রহমান রুমি, আব্দুল মান্নান মাষ্টার, মাহফুজ আলম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুর আগে মরহুমদের রুহের প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ