পাবনা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে ভোটগ্রহণের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ পাওয়া গেলেও ভোটগ্রহণ নিয়ে অভিযোগ করেছেন বিএনপির ধানের শীষের প্রার্থী নূর মোহাম্মদ মাসুম বগা। তবে তিনি ভোটগ্রহণের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
শনিবার দুপুরে নূর মোহাম্মদ মাসুম বগা পাবনা বার্তা ২৪ ডটকমকে বলেন, হোমিওপ্যাথিক, বালিয়াহালট ও হাজিরহাট কেন্দ্রে নৌকার প্রার্থীরা প্রকাশ্যে ব্যালটে সিল মারছে। আমার এজেন্টের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমি সরেজমিনে গিয়ে তার প্রমাণ পেয়েছি।
তবে দুপুর পর্যন্ত ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ধানের শীষের প্রার্থী। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট, ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে সব কেন্দ্রে এখনও পর্যন্ত আমার এজেন্ট রয়েছে।
এদিকে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক। তিনি পাবনা বার্তা ২৪ ডটকমকে বলেন, ১২ বছর পর এমন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেয়ার সুযোগ পেয়েছি। আমি পাবনার নির্বাচন পরিবেশ নিয়ে অত্যন্ত খুশি।
এর আগে সকাল আটটায় নানা আতঙ্ক আর শঙ্কার মধ্য দিয়ে আলোচিত পাবনা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আলোচিত এই নির্বাচনে ৫ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক আলী মুতর্জা সনি বিশ্বাস (নৌকা) এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) জেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন প্রধান (নারকেল গাছ), বিএনপির মনোনীত জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এডওয়ার্ড কলেজের ভিপি নূর মোহম্মদ মাসুম বগা (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত চৌধুরী মোহম্মদ মাহাবুবুল হক (লাঙ্গল) , ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবু বক্কর সিদ্দীক (হাতপাখা)।