জয় বাংলা ও নৌকার স্লোগান দিয়ে পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শরিফ উদ্দিন প্রধানের একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে একদল যুবক। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সোয়া ৭টার দিকে পাবনা সদর হাসপাতাল রোডের পিজি হাসপাতাল সংলগ্ন প্রধানের একটি আঞ্চলিক কার্যালয় ভাঙচুর করা হয়।
সন্ধ্যার দিকে রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে নৌকার প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনির নির্বাচনী পথসভা শেষে ফিরছিলেন নেতাকর্মীরা। ফেরার পথে হাসপাতাল রোডের গোডাউন মোড়ে অবস্থিত প্রধানের একটি নির্বাচনী কার্যালয়ে ভাংচুর চালায় এক দল যুবকরা।
এর আগে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলী মুতর্জা সনি বিশ্বাস ও দলের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরিফ উদ্দিন প্রধান নির্বাচনী পথসভা ও শোডাউন করে। পাল্টাপাল্টি মিছিল-মিটিংয়ে দুপুর থেকেই গরম হয়ে উঠে পাবনা শহর।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে বিশাল বিশাল মিছিল নিয়ে শহরে প্রবেশ করে নৌকার সমর্থকরা। পরে মিছিলগুলো প্রধান সড়ক আব্দুল হামিদ রোডশহ পাবনা শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে।
শোডাউন শেষে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে নির্বাচনী অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের ছেলে শেখ ফাহিম ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুসহ দলের নেতারা।
এর আগে দুপুরে শহরে বড় ধরনের শোডাউন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতিকের প্রার্থী শরিফ উদ্দিন প্রধান। দুপুর ১২টার বিশাল মিছিল সহকারে আব্দুল হামিদ রোডে প্রবেশ করেন শরিফ উদ্দিন প্রধান। কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বানাবাণী হলের সামনে তার নির্বাচনী প্রধান কার্যালয়ের সামনে পথসভার মাধ্যমে শেষ হয়।