লাঙ্গল জয়ী, নৌকার প্রার্থী ৪র্থ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট শেষে বেসরকারি ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোট ২২৯টি কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

উত্তাপহীন এই ভোটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া কোনো প্রতিদ্বন্দ্বিতাই তৈরি করতে পারেননি। তিনি চতুর্থ অবস্থানে আছেন।

মঙ্গলবার দিনভর ২২৯ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শেষ হয়। গণনা শেষে রাত সাড়ে ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমীতে স্থাপিত অস্থায়ী ঘোষণা কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

আব্দুল বাতেন জানান, ২২৯টি কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমিরুজ্জামান হাতপাখা প্রতীকে ৪৯ হাজার ৮৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. লতিফুর রহমান হাতি প্রতীকে ৩৩ হাজার ৮৮৩ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা মার্কায় পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। ভোট প্রয়োগ হয়েছে ২ লাখ ৮০ হাজার ৯৭২টি ভোট। অর্থা ৬৫ দশমিক ৮৮ শতাংশ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তৃতীয় দফায় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ২২৯টি কেন্দ্রের ১৩৪৯টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সবগুলো কেন্দ্রই সিসিটিভির আওতায় ছিল।

রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পর এটি তৃতীয় ভোট। ২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটির প্রথম নির্বাচনে জিতে মেয়র নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ সরফুদ্দিন আহমেদ ঝণ্টু। এরপর ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে ঝন্টুকে হারিয়ে এ সিটির মেয়র হন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ