মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই বস্তির কয়েকশ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ক্রমেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। ফলে আশপাশের বহুতল ভবনেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বস্তিতে কয়েক হাজার পরিবার বাস করতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী অসুস্থ হয়ে পড়ছে।
আজ বুধবার সকাল পৌনে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানায়।
ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, সকাল পৌনে ১০টায় মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।