রুবেল হত্যার দুই আসামিকে পাবনার নৌ-পুলিশের কাছে হস্তান্তর, নেয়া হবে রিমান্ডে

কুষ্টিয়ায় আলোচিত সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে র‌্যাব হাতে গ্রেফতার কাজী সোহান শরিফ ও খন্দকার আশিকুর রহমান জুয়েলকে পাবনার নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে ১০ দিনের রিমাণ্ডের আবেদন করা হবে।

শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই আব্দুর রাজ্জাকের কাছে আসামিদের হস্তান্তর করে র‌্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে লক্ষীকুণ্ডা নৌপুলিশ ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, নিহত রুবেলের মরদেহ লক্ষীকুণ্ডা নৌপুলিশ উদ্ধার করায় আসামিদের নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের ঘটনাস্থল কুষ্টিয়া কুমারখালী থানাতে রাখা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, রাতে সাড়ে ৭টার দিকে আসামিদের কুমারখালী থানায় নিয়ে আসা হয়। আগামীকাল রবিবার (১৭ জুলাই) কুষ্টিয়ার আদালতে তোলা হবে এবং ১০ দিনের রিমাণ্ড আবেদন করা হবে।

এর আগে শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানান র‌্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার মৃত হামিদ মোল্লার ছেলে কাজী সোহান শরীফ (৪০) ও একই এলাকার মৃত খন্দকার হারুন উর রশিদের ছেলে খন্দকার আশিকুর রহমান জুয়েল (৩৫)।

উল্লেখ্য, গত ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে হাসিবুর রহমান রুবেল তার পত্রিকা অফিসে অবস্থান করছিলেন। এ সময় মোবাইলে একটি কল এলে তিনি অফিস পিয়নকে ‘বাইরে থেকে আসছি’ বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। নিখোঁজের পাঁচ দিন পরে গত ৭ জুলাই দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া ব্রিজের (নির্মাণাধীন) নিচে গড়াই নদী থেকে হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শুক্রবার (৮ জুলাই) ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে পৌর গোরস্থানে জানাজার পর রুবেলের দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় গত ৮ জুলাই শুক্রবার রাতে কুমারখালী থানায় রুবেলের চাচা মিজানুর রহমান মেজর বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। সাংবাদিক রুবেল হত্যার রহস্য উন্মোচন করে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করছেন সাংবাদিকরা।

নিহত হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ