আখেরি নবী হযরত মোহাম্মদ (সা.)-কে স্বপ্নে দেখার কোনো আমল তিনি উল্লেখ করেননি। তবে সুফেসালিহীনগণ রাসুল (সা.)-কে দেখার জন্য দুটি জিনিস করতেন।
প্রথমটি হলো, প্রতিটি পর্যায়ে নবীর (সা.) দিকনির্দেশনা অনুসরণ করা। নবীর (সা.) দিকনির্দেশনার কাজটি যদি কেউ নিয়মিত করেন, তাহলে তিনি নবী (সা.)-কে স্বপ্নে দেখতে পারেন।
দ্বিতীয় যে কাজটি সুফেসালিহীনগণ করতেন সেটি হলো, রাসুল (সা.)-কে স্বপ্নে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। রাসুল (সা.)-কে যারা ভালোবেসেছেন, তাদের ভালোবাসার দাবি হচ্ছে, যাকে আমরা ভালোবেসেছি, যার প্রতি আমাদের অন্তরের অনুরাগ রয়েছে, তাকে আমরা স্বপ্ন দেখবো। এ জন্য তারা আল্লাহর কাছে দোয়া করতেন।
এ দুটি কাজের মধ্যে যেকোনো একটি কাজ করলে বা দুটি কাজই করলে হয়তো রাসুল (সা.)-কে স্বপ্নে দেখতে পারবেন। ইনশাআল্লাহ। আমিন।