রাজশাহী ল্যাবে পাবনাসহ ৩ জেলায় আরও ২৮ জন শনাক্ত

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে সোমবার (২৯ জুন) ২৮ জনের নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

এর মধ্যে রাজশাহী মহানগরীর ১৫ জন এবং গোদাগাড়ীর একজন রয়েছেন। শনাক্ত অন্যদের মধ্যে নাটোরের ১১ এবং পাবনার একজন।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)  হাসপাতালে কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেন।

রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, সোমবার তাদের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ১৫ জন, গোদাগাড়ী উপজেলার একজন, নাটোর জেলার ১১ জন এবং পাবনা জেলার একজনের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে, রাজশাহীর গোদাগাড়ী থানার আওতাধীন কাঁকনহাট পুলিশ ফাঁড়ির তিন কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছেন। রোববার (২৮ জুন) ঢাকায় তাদের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে বিষয়টি অবগত করা হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রমতে, রামেক ল্যাবে নতুন ১৬ জন এবং তিন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হওয়ায় রাজশাহী জেলা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৯১ জনে। আর নাটোরে আক্রান্ত বেড়ে দাঁড়াল ১৬৯ জন এবং পাবনায় ৪৪৭ জন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবেও প্রতিদিন নমুনা পরীক্ষা করা হয়। তবে রাত ৮টা পর্যন্ত সেখানকার রিপোর্ট পাওয়া যায়নি।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ