রবিবার পাবনা খাজানগর মাহফিলে ৫ বছর পর আসছেন ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকি

পাবনার খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফে সুলতানুল হিন্দ, গারীবে নেওয়াজ, হযরত খাজা মঈনুদ্দীন চিশতী হাসান সাঞ্জারী আল আজমেরী (রাহ:) এর স্মরণে মহাপবিত্র ইছালে ছাওয়াব মাহফিল উপলক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নবীপ্রেমী ধর্মপরায়ণ মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফ প্রাঙ্গণ। জিকির-আসকারে মুখরিত হয়ে উঠবে দরবার শরীফ।

আগামী ২৯ জানুয়ারি (রবিবার) পাবনার সদর উপজেলার বলরামপুরের দ্বীপচর রোডের খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফে এই মহাপবিত্র ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে আলোচনা করবেন ভারতের ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব আওলাদে মুজাদ্দেদে জামান, মুফতি হযরত মাওলানা আল্লামা সাইফুল্লাহ সিদ্দিকী আল কোরাইশী সাহেব।

নানা বাধা পেরিয়ে দীর্ঘ ৫ বছর পর আবারও খাজানগর সিদ্দিকীয়া দরবার শরীফে প্রধান অতিথি হিসেবে আসছেন বগুড়া হক্বের দাওয়াত সিদ্দিকীয়া দরবার, সুন্নতী জামে মসজিদ, সুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমীর মুহাম্মদ এমএমডি আলহাজ্ব আশরাফ আলীমুল্লাহ সিদ্দীকী পীর সাহেব।

এছাড়াও প্রধান বক্তা এনায়েতপুর পাক দরবার শরীফের প্রধান খাদেম হযরত মাওলানা মুহাম্মদ মজিবর রহমান জিহাদী ছাহেব, দ্বিতীয় বক্তা বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম হযরত মাওলানা মুহাম্মদ ওমর ফারুক মোজাহেদী ছাহেব। তৃতীয় বক্তা চড়াডাঙ্গা ছোট মসজিদের পেশ ঈমাম ক্বারী হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ ছাহেব এবং চতুর্থ বক্তা হিসেবে আলোচনা করবেন খাজানগর সিদ্দিকীয়া মাদ্রাসার সহ-সুপার মুফতি হযরত মাওলানা মো. রিয়াজ উদ্দিন ছালেহী ছাবে।

মহাপবিত্র এই ইছালে ছওয়াব মাহফিলে সভাপতিত্ব করবেন ভারতের ফুরফুরা দরবার শরীফের খলিফা হযরত নুর মুহাম্মদ আজাদ খান চিশতী ছাহেব (মু.জি.আ.)। মাহফিলের আরজ গুজার দরবার শরীফের সুপাররেন্টেন্ড হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুস সুবহান।

উক্ত রহমতময় মহাপবিত্র ইছালে ছাওয়াব মাহফিলে ধর্মপ্রাণ মুলনমানদের দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামালিয়াত হাসিলের জন্য আহবান করা হয়েছে। মাহফিলে আখেরী মোনাজাত শেষে তবারকের ব্যবস্থা করা হয়েছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ