যেভাবে ঈদের ট্রেনের টিকিট কিনবেন

ঈদের আগে শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায়  ঈদের আগে শুধু অনলাইনে টিকিট বিক্রি করা হবে।

মোবাইলের ম্যাসেজ বা অনলাইনের মাধ্যমে। এর মধ্যে কিছু সংখ্যক ম্যাসেজের মাধ্যমে, কিছু ওয়েবসাইট ও কিছু পাওয়া যাবে এই ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে।

যেভাবে চালু করবেন ‘রেল সেবা’ অ্যাপ
অ্যাপের মাধ্যমে টিকিট কাটার জন্য গুগল প্লে-স্টোরে থাকা এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর সাইন-আপ অপশনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য ও মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে।

অ্যাকাউন্ট খোলা শেষে অ্যাপটির মাধ্যমে সহজেই রেলের টিকিট কেনা যাবে। একই সঙ্গে জানা যাবে ট্রেনের অবস্থান, দেয়া যাবে খাবারের অর্ডার, ট্রেনের সময়সূচি। টিকিটের অর্থ প্রদান করা যাবে মোবাইল ব্যাংকিংসহ চারটি উপায়ে।

যেভাবে ট্রেনের টিকিট কিনবেন –
১. টিকিট কিনতে অ্যাপের টিকিট আইকন থেকে ট্রেন নির্বাচন করুন। এখানে বাংলাদেশ রেলওয়ের ‘ই-টিকিটিং সার্ভিস’ স্ক্রিন আসবে।

২. এই স্ক্রিনে যাত্রার স্থান ও গন্তব্য, তারিখ, টিকিটের সংখ্যা প্রভৃতি তথ্য দিয়ে ট্রেন নির্বাচন করুন।

৩. গ্রাহকের তথ্যানুসারে সিট ‘অ্যাভেইলেবল’ থাকলে ‘পারচেজ’ অপশন নির্বাচন করুন। যেখানে রেলওয়েতে নিবন্ধিত ‘ইউজার আইডি’ ও ‘পাসওয়ার্ড’ দিতে হবে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ