মোদীর নামে মুজিববর্ষের বিরোধিতা করছে ‘বিএনপির দোসররা’: কাদের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আগমনের বিরোধিতা করতে গিয়ে বিএনপির দোসররা মুজিববর্ষের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যৌথ সভার শুরুতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মুজিববর্ষকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি আবারও তৎপর হয়ে ওঠেছে। ভারতের দিল্লির ঘটনা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র নায়করা মুজিববর্ষে বাংলাদেশে আসবেন এই উদ্যোগের পছন্দ হচ্ছে না বিএনপির। তাই তাদের দোসররা অশুভ শক্তির পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষের বিরোধিতা করতে একটি মহল গড়ে তুলছে।’

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মুজিববর্ষের কর্মসূচিকে এই অশুভ শক্তি যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে তার জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’

মুজিববর্ষে সরকারের জনপ্রিয়তা আরও বাড়বে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মুজিববর্ষের কর্মসূচির মধ্য দিয়ে সরকারের জনপ্রিয়তা প্রমাণ হবে এবং আরও বাড়বে বলে বিএনপি এর বিরোধিতা নেমেছে।’

নেতাকর্মীদের সতর্ক করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মুজিববর্ষ উদযাপনের নামে কোন প্রকার বাড়াবাড়ি বা চাঁদাবাজির দোকান যেন কেউ না খুলে বসে। বাড়াবাড়ি নামে বঙ্গবন্ধুকে যেন কোনোভাবেই খাটো করা না হয়। তার জন্য আওয়ামী লীগের সভাপতি ও  প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কঠোর নির্দেশনা দিয়েছেন। এ জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’

যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তরের মেয়র আতিকুল ইসলাম,  যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ