পাবনার আতাইকুলায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে হৃদয় হোসেন (১২) নামের এক হাফেজিয়া মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এঘটনায় বাবাও আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা বাজারের স্কয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রামের রবিউল ইসলামের ছেলে এবং আরিফপুর হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
পাবনার মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে বাবার মোটরসাইকেল যোগে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল হৃদয়। পথে মহাসড়কের আতাইকুলার স্কয়ার বাজারের সামনে পৌঁছালে পেছন থেকে ছিটকে পড়ে। এসময় দ্রত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হৃদয় নিহত হোন। এঘটনায় তার বাবা রবিউল ইসলামও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, এঘটনায় চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।