ফুটবলের আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসিকে অপমান করে পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন ফ্রান্সের অলিম্পিক সোনাজয়ী বক্সার টনি ইয়োকা।
মেসিকে এবারের ব্যালন ডিথঅরের যোগ্য মনে করেন না তিনি। এরপরও বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানসহ অনেকেই মেসিকে এগিয়ে রেখে মন্তব্য করায় বেজায় চটেছেন এই বক্সার।
ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্ট দিয়ে ইয়োকা ব্যাখ্যা দিয়েছেন, মেসি কেন ব্যালন ডিথঅরের যোগ্য নন।
তিনি লিখেছেন, ‘এমন একটা সময়ে বাস করছি যখন লা লিগায় তৃতীয় হওয়া একটি দলের খেলোয়াড়কে ব্যালন ডিথঅর দিতে চাই আমরা। যার দল চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-তে ঘরের মাঠে ১-৪ গোলে হেরে বাদ পড়েছে, তাকে ব্যালন ডিথঅর দিতে চাই। এমন একজনকে ব্যালন ডিথঅর দিতে চাই, যিনি সুপারকোপা ডি এস্পানার ফাইনালে লালকার্ড খেয়েছে এবং ম্যাচ হেরেছে। শুধু মাত্র চিলি, ইকুয়েডর ও বলিভিয়ার সঙ্গে ৪টি গোল করার জন্য আমরা তাকে ব্যালন ডিথঅর দিতে চাচ্ছি।থ
এভাবেই মেসিকে খাটো করে দেখালেন বক্সার টনি ইয়োকা।
এমন পারফরম্যান্স নিয়ে মেসিকে এবার মর্যাদাটি দিলে ইতিহাসের সবচেয়ে নোংরা ব্যালন ডিথঅর হবে বলেও মন্তব্য করেন ইয়োকা।
বলেন, ‘মেসি লা লিগায় ২৯ গোল করেছেন এর মধ্যে ২৪টিই পয়েন্ট তালিকার নিচের ৭ দলের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগে সে ৫ গোল করেছে যার মধ্যে ৪টিই পেনাল্টি থেকে। তিনি যদি এটা জিতে তাহলে এটি হবে ইতিহাসের সবচেয়ে নোংরা ব্যালন ডিথঅর।থ
তথ্যসূত্র: ট্রিবিউনা