বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। ফলে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনর্বিন্যাস হতে পারে।
মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে কিছুক্ষণের মধ্যে (আনুমানিক রবিবার (৮ মার্চ) রাত ১১টার দিকে) সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এর আগে সন্ধ্যার দিকে এ বিষয়ে আলোচনা করতে গণভবনে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কয়েক ঘণ্টা আলোচনা করছেন। এখনও আলোচনা চলছে।
এর আগে রবিবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, ‘মুজিববর্ষের অনুষ্ঠান উপলক্ষে সরকার কাউকে ঝুঁকিতে ফেলতে চায় না। অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেবেন। তাদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত থাকতেই পারেন।’
তিনি বলেছিলেন, ‘পুরো বিষয়টি রিভিউ হচ্ছে। স্থগিতের প্রস্তাবও আছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। আপনারা ঘোষণা পেয়ে যাবেন।’