জামুকার ৭৮তম সভায় পাবনাসহ দেশের ৮১ জন মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে। এর মধ্যে পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার ৩০ জনের নাম রয়েছে।
সূত্র মতে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট শাখা কর্তৃক গত ২৫ ফাল্গুণ ১৪২৮/ ১০ মার্চ ২০২২ একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন (২০০২ সনের ৮নং আইন) এর ৭(ঝ) ধারা অনুযায়ী প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকা, জামুকার ৭৮তম সভার আলোচ্যসূচি ৩ এর সিদ্ধান্ত মোতাবে ৮১ জনের গেজেট বাতিল করা হয়।
বাতিলকৃতদের মধ্যে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ১২ জন এবং পাবনা সদর উপজেলার ১৮ জনের গেজেট বাতিল করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলার ১২ জনের মধ্যে রয়েছেন, যথাক্রমে মো. আক্তারুজ্জামান পিতা-মৃত: ইমান আলী প্রাং. সাং-চরকদিমপাড়া, মো. খাইরুল ইসলাম পিতা- মৃত-ছাবেদ আলী সাং- সাহাপুর, মো. ইমান আলী পিতা- মৃত- ইবাদুল্লাহ সাং- বাবুলচরা, ছায়েদ আলী পিতা-মৃত- নজির প্রাং সাং- রূপপুর, মসলেম উদ্দিন পিতা-মৃত-আহম্মদ আলী সাং চাররূপপুর, মো. আমিরুল ইসলাম পিতা- মৃত-আবুল হোসেন সাং-চাররূপপুর, ডা.আঃ কাদের আজাদ পিতা- কাউছার উদ্দিন সাং-দরিনারিচা, মো. আতিয়ার রহমান পিতা- আব্দুল গফুর সাং-উমিরপুর, মো. গোলাম মাহমুদ পিতা-মৃত- আব্দুর ওয়াদুদ সাং- মুসড়িয়াপাড়া, মো. আতিয়ার রহমান পিতা-নিয়ামত উল্লাহ প্রাং সাং- বাঘাইল, মো. নুর মোহাম্মদ পিতা- মৃত চয়েন সরদার সাং- বাঘইল, মো. মজিবর রহমান পিতা-মৃত-ওয়াহেদ আলী সাং-যুক্তিতলা (ন্যাপ গেজেট)। বাকীরা বে. গেজেটভুক্ত।
পাবনা সদর উপজেলার ১৮ জনের মধ্যে রয়েছেন, মো. খালেকুজ্জামান পিতা- মৃত- হোসেন আলী সাং- গঙ্গারামপুর, মো. আব্দুল মজিদ পিতা- মৃত- এরশাদ আলী প্রাং সাং গঙ্গারামপুর, মো. ইজিবর রহমান পিতা-মৃত-এসকেন মালিথা সাং চরপ্রতাপপুর, মোঃ রুহুল আমিন পিতা- গোলাম সোবহান সাং-বালিয়াহালট (বে. গেজেট ৩৯৬ লা.মু.৩১১০১০৪৫৬ বিসিএস গেজেট ৬৮৪ বাতিল),
মো. মকছুদুল হক ফিরোজ পিতা-মৃত-আজিজুল হক সাং-শালগাড়িয়া, মো. খলিলুর রহমান পিতা- মৃত-ইয়ার আলী প্রাং সাং- টাকরী, দাপুনিয়া, মো. আবুবকর সিদ্দিক পিতা-মৃত-কেরামত আলী সাং- নিয়ামতুল্লাপুর, মো. তোফাজ্ঝল হোসেন (হেলাল) পিতা-মৃত- আব্দুল আজিজ সাং- নাজিরপুর, মো. লুৎফর রহমান পিতা- মরহুম নিফাজ উদ্দীন প্রাং সাং- চরমাধপুর,
মো. সাইদুর রহমান পিতা-মৃত- সেকেন্দার আলী বিশ্বাস সাং-চর পীরপুর, মোঃ আঃ রহমান পিতা-মৃত- মজিবুর রহমান সাং- শালগাড়িয়া, মো. আব্দুল করিম পিতা- মৃত- মনির উদ্দিন সরকার সাং-শালগাড়িয়া, মো. মজিবর রহমান পিতা- মৃত- আব্দুল মালেক প্রামানিক সাং- ভাদুরিয়াডাঙ্গী, এ.এস.এম. ইজহারুল ইসলাম পিতা-মৃত-আব্দুর রহিম সাং-সিবরামপুর। (সূত্রঃ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত, বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২)।