মিন্টুর দেয়া সড়কের নাম পরিবর্তনসহ প্রধানের কাছে মুক্তিযোদ্ধাদের ৯ দাবি

মুজিবশতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর এই ক্ষনে পাবনা পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানকে সংবর্ধনা প্রদান করলেন জেলার বীর মুক্তিযোদ্ধারা।

বুধবার (১০ মার্চ) দুপুরের শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর (টাউনহল মুক্তমঞ্চ) প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রনাঙ্গনের শতাধিক বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোন করা হয়। আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রর্দশন করে দাড়িয়ে একমিনিট নিরবতা পালনসহ আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল ও শুভেচ্ছা স্বারক ক্রেস্ট দিয়ে বরণ করেন বীর মুক্তিযোদ্ধারা।

এসময় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে পৌর মেয়রের কাছে ৯ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সদ্য বিদায় নেয়া মেয়র কামরুল ইসলাম মিন্টুর উদ্যোগে সম্প্রতি শহরের যেসকল সড়কের নাম পরিবর্তন করা হয়েছে তা তদন্তপূর্বক আবার নাম পরিবর্তনের দাবি।

এছাড়া অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে পাবনা পৌরসভার অন্তগত সকল মুক্তিযোদ্ধাদের পৌর কর মওকুফ করা, সকল উন্নয়ন কাজে মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি রাখা, মুক্তিযোদ্ধাদের জন্য একটি সেল গঠন করা, সরকারি ও পৌরসভা কর্তৃক সকল অনুদানের মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ নজর রাখা, স্বাধীনতা চত্বরের ইংরেজী নামফলক মুছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল “স্বাধীনতা চত্বর” নাম দাপ্তরিক ভাবে ব্যবহার করা, জনস্বার্থে টাউনহল চত্বরকে উন্মুক্ত রাখা, স্বাধীনতা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর মুর‌্যালে ভুলে ভরা এবং নিন্মমানের কাজ হওয়ায় সেটি অপসারণ করে মানসম্মত সঠিক জায়গায় স্থাপন করা, পৌরসভায় ওয়ার্ড ভিত্তিক বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংরক্ষণ করার দাবী জানানো হয়।

বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বরুণের পরিচালনায় সংর্বধনা অনুষ্ঠানের আলোচনাসভার সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, কমরেড জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা আলী জব্বার, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান সাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, বীর মুক্তিযোদ্ধ্ আজিজুর রহমান টিংকু, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে পৌর মেয়র জেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের দাবীর প্রতি সম্মান জানিয়ে, সকল দাবী দাওয়ার বিষয়ে পৌরসভার দায়িত্বরত সকলের সাথে পরামর্শপূর্বক সিদ্ধান্ত গ্রহনের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, আপনারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। আপনাদের জন্যই আজ স্বাধীন বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মহানায়ক। জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশর সফল প্রধানমন্ত্রী। তিনি দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা তার উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌছে দেবার লক্ষে জনসেবার পথ বেছে নিয়েছি। আপনাদের দিকনির্দেশনায় চলবে পাবনা পৌরসভা। এই পৌর এলাকায় সকল দখলকৃত স্থাপনাকে ধীরে ধীরে দখল মুক্ত করা হবে।

>> পাবনার নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ