১৯৮১ সাল থেকে স্বগৌরবে প্রকাশিত পাবনার ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক বিবৃতির অন্যতম মানবিক প্রতিষ্ঠান বিবৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) আটঘরিয়া ও সুজানগর স্বাস্হ্য কমপ্লেক্সের জন্য জেলা সিভিল সার্জনের নিকট এবং চাটমোহর সেনগ্রামের হিন্দু পাড়ার বাসিন্দা অসহায় প্রতিবন্ধী জমিনা খাতুনের নিকট হুইল চেয়ারগুলি হস্তান্তর করা হয় ।
এ সময়গুলোতে উপস্থিত ছিলেন দৈনিক বিবৃতির সম্পাদকমণ্ডলীর সভাপতি ক্যাপ্টেন ডা. সরওয়ার জাহান ফয়েজ (অবঃ), দৈনিক বিবৃতির প্রকাশক ও সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতন, বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি আব্দুল হামিদ খান, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শদ বাবলা, এস এ টিভির জেলা প্রতিনিধি কলিট তালুকদার, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি শাহীন রহমান, দৈনিক বিবৃতির বার্তা সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মিজান তানজিল, দৈনিক ভোরের দর্পণ জেলা প্রতিনিধি রনি ইমরানসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বৃন্দ।
বিবৃতি সম্পাদক ইয়াছিন আলী মৃধা রতন জানান, বিবৃতি ফাউন্ডেশন হলো বিবৃতি পরিবারের একটি প্রতিষ্ঠান। বিবৃতি পত্রিকা যেমন জনমানুষের মুখপাত্র হয়ে কথা বলে তেমনি বিবৃতি ফাউন্ডেশনও মানবিক সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। ফাউন্ডেশনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে, আগামীতে ফাউন্ডেশনের উদ্যোগে আরো বড় পরিসরে ভালো কিছু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।