মধ্যপ্রাচ্যে করোনায় ৭৫৩ প্রবাসীর মৃত্যু, বিশ্বের ১৩৮০ জন

বিশ্বের করোনা ভাইরাসে মৃত্যুর মিছিলে উল্লেখ্যযোগ্য সংখ্যক বাংলাদেশি। প্রথম দিকে ইতালি-যুক্তরাষ্ট্রে বেশি মারা হলেও সম্প্রতি বাংলাদেশিদের মৃত্যুর হটস্পট হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।

জিসিসিভুক্ত মধ্যপ্রাচ্যের ৬ দেশে এখন পর্যন্ত ৭৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র সৌদি আরবেই মারা গেছেন ৫ শতাধিক প্রবাসী। এছাড়া সারা বিশ্বে ১ হাজার ৩৮০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

রবিবার (৫ জুলাই) দেশগুলোর বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

শনিবার বিকেল পর্যন্ত সৌদি আরবে করোনায় ৫২১ জন বাংলাদেশি মারা গেছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন প্রায় ১২৫ জন। আর কুয়েতে মারা গেছেন ৬০ জন বাংলাদেশি।

এছাড়া ওমানে ২০ জন, কাতারে ১৮ জন ও বাহরাইনে ৯ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সব মিলিয়ে জিসিসিভুক্ত ছয় দেশে এখন পর্যন্ত মারা গেছেন ৭৫৩ জন।

অন্যদিকে যুক্তরাজ্যে ৩০৫ জন, যুক্তরাষ্ট্রে ২৭২ জন, ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭ জনসহ এখন পর্যন্ত মোট ১৯ দেশে এক হাজার ৩৮০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ