ভার্চুয়াল আদালত বর্জন করলেন পাবনার আইনজীবীরা

তথ্যপ্রযুক্তি জ্ঞান স্বল্পতা এবং বিভিন্ন সমস্যার কারণ দেখিয়ে পাবনার আইনজীবীরা ভার্চুয়াল আদালত বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। পরে মঙ্গলবার দুপুরে পাবনা আইনজীবী সমিতির সভাপতি মো. সাহাবুদ্দিন সবুজের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট আইনজীবীর বাসভবনে ইন্টারনেট সংযোগ, স্মার্ট ফোন, ল্যাপটপ, স্ক্যানার মেশিন ও নিরবিচ্ছিন্ন বিদুৎ থাকা জরুরি। এমতাবস্থায় আইনজীবীদের তাৎক্ষণিকভাবে এই এসব সরঞ্জাম কেনার মত সামর্থ্য অনেকরই নেই।

এছাড়া ভার্চুয়াল পদ্ধতি সম্পর্কে ৯৯ শতাংশ আইনজীবীর কোন জ্ঞান ও প্রশিক্ষন না থাকায় আদালত কার্যক্রেেম আইনজীবীরা অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়।

পাবনা জেলা অ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সাহাবুদ্দিন সবুজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক অ্যাডভোকেট ইতি হোসেন স্বপ্না, প্রাক্তন সম্পাদক অ্যাডভোকেট আবদুল আহাদ বাবু, অ্যাডভোকেট আহসান হাবিব হাসান প্রমুখ।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ