ব্যানার-পেস্টুনে ছেয়ে গেছে পুরো পাবনা শহর

৭ বছর পর পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) পুলিশ লাইন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বিশাল আকারের ব্যানার-ফেস্টুন-পোস্টারে ছেয়ে গেছে পুরো পাবনা শহর। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে অনন্ত বাজার, টেকনিক্যাল মোড়, ডিসি অফিস রোড, জজকোর্ট, লাইব্রেরি বাজার হয়ে সার্কিট হাউজ পর্যন্ত সড়কের কোথাও খালি নেই।

ব্যানার-পেস্টুনের পাশাপাশি গুরুত্বপূর্ণ সব সড়কে তৈরি করা হয়েছে বিশাল বিশাল শুভেচ্ছা তোরণ। এসব তোরণে আগত নেতাদের শুভেচ্ছা জানিয়ে শীর্ষপদ প্রত্যাশীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শহরের আব্দুল হামিদ রোড, পৌলানপুর থেকে চাঁদমারি, বড় ব্রিজ থেকে ঈশ্বরদী রোড, হাসপাতাল রোডসহ শহরের সমস্ত অলি-গলিতে শোভা পাচ্ছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে ফেস্টুন।

বিশেষ করে ডিসি অফিস থেকে শুরু করে লাইব্রেরি বাজার পর্যন্ত এমনভাবে সাঁটানো হয়েছে দেখে বুঝার কোনো উপায় নাই যে, সড়কের পাশেই কোনও দোকান বা প্রতিষ্ঠান রয়েছে। ব্যানার-ফেস্টুনে ঢেকে গেছে কারো কারো দোকান ও প্রতিষ্ঠানের নাম।

হাজার হাজার ডিজিটাল ব্যানার ফেস্টুন পোস্টারে শোভা পাচ্ছে দলীয় নেত্রী শেখ হাসিনাসহ স্থানীয় নেতৃবৃন্দের ছবি। ব্যানার, ফেস্টুন আর কাঙ্ক্ষিত প্রার্থীকে প্রত্যাশিত পদে দেখতে চাওয়ার বার্তা। সব মিলিয়ে সিলেট আওয়ামী লীগে এখন উৎসবের আমেজ।

অতীতের সম্মেলনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়তা খুব বেশি না থাকলেও এবার এ মাধ্যমের ফেসবুকেও চলছে সরব প্রচারণা। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় অন্যান্য রাজনৈতিক দলের মাঝেও নতুন নেতৃত্ব নিয়ে আছে এক ধরণের কৌতুহল। শনিবারের জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে নেতাদের ফেস্টুন ও প্ল্যাকার্ড টানানোর প্রতিযোগিতা চলছে।

error: কাজ হবি নানে ভাই। কপি-টপি বন্ধ